পোল্ট্রি হ্যাচারির দুর্গন্ধ বন্ধ ও পরিবেশ রক্ষার দাবিতে কমলগঞ্জে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০১৫, ১০:৫৫ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জে পোল্টি হ্যাচারির পরিবেশ রক্ষা ও দুগন্ধ বন্ধের দাবিতে আক্রান্ত ১১টি গ্রামের লোকজনের অংশ গ্রহণে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কে হ্যাচারির সম্মুখে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
“সিপি হঠাও পরিবেশ বাঁচাও”, “দুষণমুক্ত পরিবেশ চাই আমরা সবাই বাঁচতে চাই”,“দুষণমুক্ত পরিবেশ চাই সুস্থ্য নিঃশ্বাসে বাঁচতে চাই ” লেখা ব্যানার নিয়ে ১১টি গ্রামের দুই সহস্রাধিক মানুষ প্রায় ঘণ্টা স্থায়ী মানববন্ধনে অংশ গ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন অসোক বিজয় দেব চৌধুরী, সাবেক ইউপি সদস্য মো. আজির উদ্দীন, ডা. মীর শহিদ উল্যা, মো. সুলেমান ও চৈত্রঘাট নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আজমত উল্যা প্রমুখ।
বক্তারা বলেন, ‘সি.পি. বাংলাদেশ লি.’ নাম ধারণ করে ওই পোল্ট্রি হ্যাচারিতে গত দেড় মাস ধরে ব্রয়লার মোরগ উৎপাদন শুরু করলে হ্যাচারির বিষাক্ত বর্জ্যরে প্রচ- দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এই হ্যাচারির দুগন্ধে ১১টি গ্রাম চৈত্রঘাট, ছয়কুট, জগন্নাথপুর, জগনশালা, ম্যামেরকুনা, বড়চেগ, লক্ষীপুর, কাঁঠালতলী ও নওয়াগাঁও গ্রামের মানুষজন আক্রান্ত হচ্ছেন। দুগন্ধে অসুস্থ্য হচ্ছে স্থানীয় শিশুরা। সিপি কোম্পানি খামার গড়তে গিয়ে ধলাই প্রতিরক্ষা বাঁধের দখল করে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে।
বক্তারা আরো বলেন, খামারের বিরুদ্ধে নয়, পরিবেশ ও গ্রামাবাসীদের সুস্থভাবে বাঁচিয়ে রাখার দাবিতে এই কর্মসূচি।