সিলেট ট্রাকের-সিএনজি অটোরিক্সা সংষর্ষ, সিএনজি অটোরিক্সা চালক নিহত
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০১৫, ৬:৫৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেট নগরীতে ট্রাকের সাথে সিএনজি অটোরিক্সার সংষর্ষে সিএনজি অটোরিক্সা চালক নিহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৬টায় নগরীর নয়াসড়ক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত অটোরিক্সা চালক আলাল মিয়া (৩৫) বালাগঞ্জ উপজেলার সোনারপাড়া গ্রামের আরমজ আলীর ছেলে।
পুলিশ লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
জানা যায়, সিএনজি অটোরিক্সা চালক আলাল বালাগঞ্জ থেকে যাত্রী নিয়ে সিলেট আসেন। যাত্রী নামিয়ে দিয়ে তিনি নয়াসড়ক হয়ে সিলেট ওসমানী বিমানবন্দর যাচ্ছিলেন। বিমানবন্দর যাওয়া পথে নয়াসড়কে চৌহাট্টা থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিক্সা চালক মারা যায়।
এসএমপি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় পুলিশ নাম্বর বিহীন এই সিএনজি অটোরিক্সা উদ্ধার করলেও ট্রাক আটক করতে পারেনি।