হবিগঞ্জের দেউন্দি চা বাগানে শ্রমিক ধর্মঘট অব্যাহত
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০১৫, ৭:০৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
৪ দিন কাজ বন্ধ থাকার পর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে শ্রমিক ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্তের পর পরই আবারো ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন শ্রমিকরা। শুক্রবার লেবার হাউজ, বাগান কর্তৃপক্ষ ও চা শ্রমিকদের বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। বিষয়টি মেনে নিয়ে শ্রমিকদের শনিবার সকাল থেকে তাদের কাজে যোগ দেবার কথা ছিল। এদিকে গত ৪ দিনে বাগানের ১ লাখ কেজি গ্রিন লিফ নষ্ট হয়ে কমপক্ষে ৫২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
চা বাগান সূত্র জানায়, বাগান ম্যানেজার রিয়াজ উদ্দিনের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে চা শ্রমিকরা মঙ্গলবার থেকে আন্দোলনে নামেন। মঙ্গলবার দুপুরে বাগানের দুর্গা মন্দির প্রাঙ্গণে প্রতিবাদ সভায় ম্যানেজারের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দেন শ্রমিকরা। ফলে ভরমওসুমে মঙ্গলবার থেকে বাগানের পাতা সংগ্রহ বন্ধ হয়ে যায়। বুধ ও বৃহস্পতিবার বিষয়টি সুরাহার জন্য বিভিন্ন মহল থেকে চেষ্টা করা হয়। শ্রম মন্ত্রণালয়ের উপ-পরিচালক গিয়াস উদ্দিনের উপস্থিতিতে কয়েক দফা আলোচনায় বিষয়টি কোন নিষ্পত্তি হয়নি।
সর্বশেষ শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফ্যাক্টরি অফিসে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বাগান পঞ্চায়েত সভাপতি বজেন্দ্র সাওতাল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার হাউজের উপ-পরিচালক গিয়াস উদ্দিন, দেউন্দি টি কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার এস এ হেলালী, বাগান ব্যবস্থাপক এম রিয়াজ উদ্দিন, সহকারী ব্যবস্থাপক দেবাশীষ দাশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার, প্রমুখ।
সভায় শ্রমিকদের উন্নত চিকিৎসা, ঘর মেরামত, ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি মেনে নেন বাগান কর্তৃপক্ষ। তবে বাগান ব্যবস্থাপককে প্রত্যাহার করা হয়নি। বিষয়টি শ্রমিকরা মেনে নিয়ে আন্দোলনের ৪র্থ দিনে বিষয়টি নিস্পত্তি হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বাগানের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে আগামী রোববার ছুটির দিনে শ্রমিকরা কাজ করবেন। এছাড়া ৩ দিন কাজ বন্ধ রাখার শ্রমিকদের ২ দিনের ভাতা প্রদান করা হবে না। তবে ১ দিনের ভাতা পাবেন তারা।
এদিকে, বৈঠক শেষ হবার ঘণ্টাখানেক পর আবারো বাগান ব্যবস্থাপকের প্রত্যাহার দাবিতে সোচ্চার হয়ে উঠেন শ্রমিকরা। তাদের দাবি ব্যবস্থাপক প্রত্যাহার না করা পর্যন্ত কোন শ্রমিক কাজে যোগ দেবেন না। ফলে আবারো অনিশ্চয়তার মুখে পড়লো দেউন্দি টি এস্টেট এর চলতি মওসুমের চা উৎপাদন।
সহকারী ব্যবস্থাপক দেবাশীষ দাশ জানান, বৈঠকে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পর তারা আবারো ধর্মঘটের ডাক দেন। এ অবস্থায় বাগান চরম ক্ষতির মুখে পড়বে।
প্রসঙ্গত, বৃটেনের দেউন্দি টি এস্টেট কোম্পানির মালিকানাধীন এই বাগানে ১ হাজার ৩৯৪ জন শ্রমিক কর্মরত রয়েছেন। সম্প্রতি বাগানের কম্পাউন্ডার নিয়োগে এক চা শ্রমিকের সন্তান অংশগ্রহণ করেন। কিন্তু তার চাকুরি না হওয়ায় বাগান ম্যানেজারের বিরুদ্ধে ক্ষোভ দেখা দেয় চা শ্রমিকদের মাঝে। এরই ধারাবাহিকতায় শুরু হয় আন্দোলন।