কারিগরী জটিলতায় কলেজ ভর্তির ফল, উদ্বেগ উৎকণ্ঠায় লাখ লাখ শিক্ষার্থী
প্রকাশিত হয়েছে : ২৭ জুন ২০১৫, ৫:৫০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ওয়েবসাইটের কারিগরি সমস্যা সমাধান না হওয়ায় একাদশ শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল আজও প্রকাশ করা হবে কি না ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড তা নিশ্চিত করতে পারছে না । এ কারণে ভর্তির নির্ধারিত সময়সীমা পরিবর্তনের চিন্তা চলছে বলেও বোর্ড সূত্রে জানা গেছে।
দ্বিতীয় দফায় পেছানোর পর আজ শনিবার সকাল আটটায় একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল প্রকাশের কথা ছিল। কিন্তু সকাল ১০টার দিকে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, আজ ফল প্রকাশ হবে না কি না, সেই সম্ভাবনার কথা বলা যাচ্ছে না। তবে চেষ্টা চলছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহায়তায় ঢাকা শিক্ষা বোর্ড এবার কলেজে ভর্তির কাজটি সমন্বয় করছে। বোর্ডের পূর্বঘোষিত সময় অনুযায়ী গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফলাফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু ওই দিন কারিগরি সমস্যার কারণে ফল প্রকাশ করতে পারেনি ঢাকা বোর্ড। এ জন্য এক দিন সময় বাড়িয়ে শুক্রবার রাত সাড়ে ১১টায় ফলাফল প্রকাশের সময় নির্ধারণ করা হয়। কিন্তু শুক্রবার রাতে ফলাফল প্রকাশের সময় পিছিয়ে আজ শনিবার সকাল আটটায় তা প্রকাশ করা হবে বলে জানানো হয়। কিন্তু আজ সকালেও তা প্রকাশ করা হয়নি।
ঢাকা শিক্ষাবোর্ডের একটি সূত্র জানায়, যে ওয়েবসাইটে কাজ চলছে, সেখানে বড় ধরনের কারিগরি সমস্যা হচ্ছে। সেটি একাধিকার হ্যাকড হয়েছে। এ জন্য ফল প্রকাশ করা যাচ্ছে না।
বারবার সময় দিয়েও ফল প্রকাশ করতে না পারায় ভর্তি-ইচ্ছুক লাখ লাখ শিক্ষার্থীর মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। সন্তানদের ভর্তি নিয়েও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। এবার মোট ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী কলেজ ভর্তির জন্য আবেদন করেছিল।