শমশেরনগরে কুখ্যাত খলিল ডাকাত গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০১৫, ৯:২৯ পূর্বাহ্ণ
শমশেরনগর সংবাদদাতা ::
মৌলভীবাজরের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের কুখ্যাত ডাকাত খলিল মিয়া (৪৫) উরুপে প্রকাশ ভান্ডারীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
খলিল মিয়া (৪৫) শমসেরনগরের ভাদাইরদেউল গ্রামের শমশের মিয়ার ছেলে ।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত কুখ্যাত ডাকাত খলিল মিয়া দীর্ঘদিন যাবত পলাতক অবস্থায় ছিল। শমশেরনগর পুলিশ ফাঁড়ীর এসআই মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদ ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৮টার দিকে খলির মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ীর এসআই মতিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত খলিল মিয়াকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে কমলগঞ্জ থানায় প্রেরণ করা হয়েছে।