বান্দরবানে পাহাড় ধসে ভাই-বোনের প্রাণহানী
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০১৫, ৬:১০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বান্দরবান শহরে টানা বর্ষণে পাহাড় ধসে ভাই-বোনের মৃত্যু হয়েছে, তাদের বাবাসহ দুজন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে বনরূপা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হল- মো. আলিফ (১১) ও তার ছোট বোন ফারজানা মীম (৮)।
তাদের বাবা আব্দুর রাজ্জাক এবং শাহ আলম নামে আরেকজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বান্দরবান সদর থানার ওসি আমির হোসেন জানান, গত ছয়দিন ধরে টানা বৃষ্টির ফলে ভোর ৩টার দিকে পাহাড় ধসে রাজ্জাকের বসতবাড়ির উপর পড়ে। ঘরে ঘুমিয়ে থাকা দুই শিশু মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও পুলিশ শিশু দুটির লাশ উদ্ধার করে।
এদিকে টানাবর্ষণে পাহাড়ী ঢলে বান্দরবানের প্রধান সড়ক কেরানীহাট ও রাঙ্গামাটি প্রধান সড়কের কয়েকটি স্থান এখনো পানির নিচে তলিয়ে থাকায় সারাদেশের সঙ্গে এ পার্বত্য জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।