ছাতকে ১৪৪ ধারা জারি
প্রকাশিত হয়েছে : ২৬ জুন ২০১৫, ৮:০৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে একইস্থানে একই সময়ে দু’পক্ষ মানববন্ধন কর্মসূচি আহ্বান করায় শুক্রবার সকাল ৯টা থেকে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রাত ১২টা পর্যন্ত এ ধারা বহাল থাকবে।
আজ ২৬ জুন শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান এই ১৪৪ ধারা জারি করেন।
জানা যায়, ছাতকের সরকার দলীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক গ্রুপ ও ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী গ্রুপ একই জায়গায় একই সময়ে মানববন্ধন কর্মসূচি আহ্বান করেছে। এতে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় জাউয়া বাজারে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হারুণ অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জাউয়া বাজারে সকাল ১০টা থেকে মাইকিং করা হয়েছে। রাত ১২টা পর্যন্ত এ ধারা বহাল থাকবে।