মৌলভীবাজারে চা শ্রমিক নারী ও কিশোরী যৌন নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০১৫, ৯:৪৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
চা বাগানের দলিত নারী ও কিশোরী যৌন নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চা শ্রমিক নারীদের নিরাপত্তা বিধানের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে তিনটি সংগঠন।
আজ ২৫ জুন বৃহস্পতিবার দুপুর বারোটায় মৌলভীবাজার প্রেস ক্লাব চত্বরে নাগরিক উদ্যোগ, চা শ্রমিক নারী ফোরাম ও শমসেরনগর চা বাগানবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন চা বাগানের শ্রমিকরা অংশগ্রহণ করেন।
এ সময় একাত্মতা ঘোষণা করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য রুহীন হোসেন প্রিন্স, সুজন সহ সাধারণ সম্পাদক জাকির হোসের।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন সভাপতি সুনিল কুমার মৃধা, চা শ্রমিক নারী ফোরাম সভাপতি গীতা রানী কানু, শমসের নগর ইউনিয়ন পরিষদ সদস্য মেরী বাল্ক, ছাত্র-যুব পরিষদের সহ সভাপতি মিখাইল পেরেগু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মৌলভীবাজারে গত দেড় বছরে চা বাগান এলাকায় দলিত নারী ও কিশোরীকে যৌন নির্যাতনের চারটি ঘটনা হয়েছে। এ সব ঘটনায় মামলাগুলোর বিচার দ্রুত সম্পন্ন করে দোষী ব্যক্তিদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
এছাড়া মানববন্ধনে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে আহ্বান জানানো হয়।
এরপর একই দাবিতে মৌলভীবাজার প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ।