সম্মেলনে আয়োজনে ব্যর্থ মৌলভীবাজার জেলা ছাত্রলীগ
নতুন কমিটি গঠনে কেন্দ্র থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
পূর্ব ঘোষিত ২০ জুন জেলা ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল আয়োজন করতে ব্যর্থ হওয়ায় সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী কমিটি থেকে আজ ২৩ জুন মঙ্গলবার উপপ্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাসেলের নেতৃত্বে একটি দল মৌলভীবাজার সফর করেছেন। জেলায় ছাত্রলীগকে গতিশীল করতে কেন্দ্র ভিন্ন কৌশলে ছাত্রলীগের কমিটি গঠনে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। কেন্দ্র থেকে আসা প্রতিনিধির কাছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী ৭৯ জন ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
জানা যায়, ২০১০ সালে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক এই তিনজনের নাম উল্লেখ করে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের একটি অনুমোদন দেয় কেন্দ্র। বহুধা বিভক্ত ছাত্রলীগ নেতৃবৃন্দকে নিয়ে জেলা ছাত্রলীগের দায়িত্ব প্রাপ্তরা কমিটি গঠনে এক টেবিলে বসতে পারেনি। ফলে দীর্ঘ ৫ বছরেও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। এ অবস্থায় জেলা ছাত্রলীগের স্থবির কার্যক্রম গতিশীল করতে গত ২০ জুন সম্মেলন ও কাউন্সিল আয়োজনের নির্দেশ দেয় কেন্দ্র জেলা নেতৃবৃন্দকে। নির্ধারিত সূচি অনুযায়ী সম্মেলন ও কাউন্সিল করতে ব্যর্থ হয় তিন সদস্যের জেলা ছাত্রলীগ। পরে কেন্দ্রের সিদ্ধান্তক্রমে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল মঙ্গলবার সকালে সিবি সংগ্রহে মৌলভীবাজারে আসেন। জেলা ছাত্রলীগের সভাপতি হতে ১৪ জন ও সাধারণ সম্পাদক হতে ৬৫ জন প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
কেন্দ্রীয় ছাত্রলীগ সূত্রে জানা যায়, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী জীবনবৃত্তান্ত জমা দেওয়া নেতাদের বয়স ২৯, অবিবাহিত, ছাত্র এবং কোন চাকুরীতে যুক্ত কিনা বিষয়গুলো গুরুত্বসহকারে যাচাই-বাছাই করা হবে। এবং দ্রত সময়ে বর্তমান কমিটি ভেঙে নতুন জেলা কমিটি গঠন করা হবে।
নতুন কমিটি গঠনকল্পে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করতে আসা কেন্দ্রীয় ছাত্রলীগের উপ- প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাসেল জানান, জমা পড়ার জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে জেলা ছাত্রলীগের পুরাতন কমিটি ভেঙে যত দ্রুত সম্ভব নতুন কমিটি গঠন করা হবে।