শর্ত ছাড়াই রাজ্জাককে ফেরত দিচ্ছে মিয়ানমার
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৫, ৫:৩১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
কোনো শর্ত ছাড়াই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দিতে রাজী হয়েছে মিয়ানমার। এর আগে তাকে ফেরত দেওয়ার জন্য মিয়ানমারে আটক ৫৫৫ জন মালয়েশিয়াগামী অভিবাসীকে ফেরত আনার শর্ত দিয়েছিল দেশটি।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ সোমবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোনো শর্ত ছাড়াই মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দিতে রাজি হয়েছে ।
এরআগে সোমবার দিনে বিজিপির ২ নম্বর ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেনেন্ট তিন কো কো’র সঙ্গে এ বিষয়ে বিজিবির ৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবু জার আল জাহিদ আলাপ করেন।
আলাপকালে বিজিপি অধিনায়ক রাজ্জাকের সঙ্গে মিয়ানমারে আটক ৫৫৫ অভিবাসীকে ফিরিয়ে আনার শর্ত দেন। অবৈধভাবে মালয়েশিয়াগামী ওই ৫৫৫ জন বাংলাদেশি বলে দাবি করছে মিয়ানমার। বঙ্গোপসাগরে মিয়ানমারের জলসীমা থেকে বিভিন্ন সময় তাদের আটক করা হয়।
তবে বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে, যাচাই-বাছাই ছাড়া তাদের ফেরত আনা হবে না। আর রাজ্জাকের ঘটনার সঙ্গে ‘অভিবাসন প্রত্যাশীদের’ ফিরিয়ে আনার কোনো সম্পর্ক নেই।’
সোমবার বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের কথপোকথনে এ ব্যাপারে আলোচনা হয়। এরপর আলোচনার সারসংক্ষেপ পররাষ্ট্র, স্বরাষ্ট্রসহ সরকারের দায়িত্বশীল পর্যায়ে জানানো হয়।
এ বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মিয়ানমারের বক্তব্যের ব্যাপারে সরকার ওয়াকিবহাল।’
টেকনাফে বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেন,’মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে সোমবার যোগাযোগ হয়েছে। ৫৫৫ জন অভিবাসন প্রত্যাশীর সঙ্গে তারা নায়েক রাজ্জাককে ফিরিয়ে দিতে চায়। পতাকা বৈঠকের স্থানও তারা জানিয়েছে। তবে আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে-যাচাইয়ের পর যদি প্রমাণিত হয় ৫৫৫ জন বাংলাদেশি তবেই তাদের ফেরত আনা হবে। নায়েক রাজ্জাককে ফেরত দেওয়া আর অভিবাসন প্রত্যাশীদের ফেরত আনার ইস্যু এক নয়-এটা সম্পূর্ণভাবে তাদের জানিয়ে দেওয়া হয়েছে।’
এদিকে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিজিবি সদস্যকে ফিরিয়ে এনে পরিবারকে না দেওয়া পর্যন্ত উদ্বিগ্ন সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ও কূটনৈতিকভাবে যোগাযোগ করছে। আশা করি, যে কোনো সময় তাকে ফিরিয়ে আনা যাবে।’
গত ১৭ জুন সকালে নাফ নদীতে বাংলাদেশের জলসীমায় দুটি নৌকায় তল্লাশি চালায় টহল বিজিবির একটি দল। এ সময় বিজিপি পূর্ব দিক থেকে একটি ট্রলারে এসে বিজিবির টহল দলের ওপর বেপরোয়া গুলিবর্ষণ করে। এতে বিজিবির সিপাহি বিপ্লব কুমার (২১) গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে আহত বিপ্লব কুমারকে নিয়ে বিজিবি দল নিরাপদে চলে এলেও অপর সদস্য নায়েক আবদুর রাজ্জাককে তুলে নিয়ে যায় মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী।
গত পাঁচ দিনেও নায়েক রাজ্জাককে ফেরত দেয়নি মিয়ানমার। একাধিকবার পতাকা বৈঠকে বসার কথা বলে তারা তা বাতিল করে। এরই মধ্যে বিজিপির ফেসবুক পেজে নায়েক রাজ্জাকের দুটি ছবি প্রকাশ করা হয়, যাতে তাকে রক্তাক্ত অবস্থায় হাতকড়া পরানো অবস্থায় দেখা যায়।