মৌলভীবাজারে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৫, ৮:৩৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
নানা আয়োজনের মধ্যদিয়ে মৌলভীবাজারে আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।
আজ সকাল ৭টায় শহরের চৌমুহনাস্থ জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা।
এরপর দুপুরে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মিছবাউর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য হুসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামীলীগ নেতা আজমল হোসেন, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাহিদ আহমদ।
এ সময় আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আওয়ামীলীগ প্রতিষ্ঠার পর থেকে সুদীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাঙালির অধিকার আদায়ের প্রতিষ্ঠান হয়ে গড়ে উঠেছে। এ অর্জন গুলোকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তরা।