নারায়ণগঞ্জে ট্রেনের ধাক্কায় ৫ লেগুনা যাত্রী নিহত
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০১৫, ৫:৫০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ট্রেনের ধাক্কায় লেগুনার পাঁচ যাত্রীর প্রাণহানী হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত নয়জন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত পাঁচ লেগুনা যাত্রীর মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে।
তারা হলেন- সিদ্দিকুর রহমান (৪৫), রঞ্জিত দাস (৩০) ও শাহজালাল (৩৫)।
আজ ২৩ জুন মঙ্গলবার ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই তিনজনের স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এসে মরদেহ সনাক্ত করেন। স্বজনদের আবেদনের পর ময়না তদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে বলে আশা করি।
ফতুল্লা মডেল থানায় কর্মরত এএসপি মো. শরফুদ্দিন জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লায় পাগলার রসুলপুর এলাকায় রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে অভিলাশ বাবু (৩৫) ও নূর আলম গাজী (৫০) নামে দুই ফল ব্যবসায়ী, আছিয়া আক্তার চায়না (৩০) ও তার ছেলে সাকিব (১২), রিকশা চালক আসাদ মিয়া (৩৭), আনোয়ার (৫৫) ও বাবুবাজারের মদিনা ট্রেডিং স্টোরের স্টোর কিপার মুর্তজা আমিন (২৮) সহ সাতজনের নাম জানা গেছে।
কমলাপুর রেলওয়ে থানার ওসি আবদুল মজিদ জানান, নারায়ণগঞ্জ থেকে একটি লোকাল ট্রেন ঢাকায় ফিরছিল। পথে পাগলার রসুলপুর এলাকায় রেললাইনের ওপর রাস্তায় যাত্রীবাহী একটি লেগুনায় ধাক্কা লেগে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
আহত অন্তত ১৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চারজনের মৃত্যু হয়।
হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, এক নারী ও তিন পুরুষের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার জন্য লেগুনা চালকের বেপরোয়া ভাবকেই দায়ী করেছে । রসুলপুর এলাকার ওই লেভেল ক্রসিংটি রেলওয়ের অনুমোদিত না হওয়ায় সেখানে কোনো গেটম্যান বা লাইনম্যান ছিল না বলেও জানিয়েছে রেলওয়ে বিভাগ।
ঢাকা জেলা রেলওয়ের ব্যবস্থাপক মো. আরিফুজ্জামান বলেন, সাধারণত রেললাইন পার হতে গেলে সতর্কতার সঙ্গে ডানে-বামে দেখে নিতে হয়। কিন্তু অনুমোদনহীন ওই লেভেল ক্রসিংয়ে কোনো লাইনম্যান নেই সবার জানা থাকলেও ক্রসিং এলাকায় লেগুনা চালক বেপরোয়া ছিল। ট্রেন হুইসেল বাজালেও তিনি খেয়াল করেননি।
লেগুনাকে ধাক্কা দিলেও ওই ট্রেনের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ট্রেনটি নিরাপদে কমলাপুর স্টেশনে এসে পৌঁছেছে বলে তিনি জানান।