মৌলভীবাজারে ট্রাক চাপায় যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০১৫, ১২:০৪ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার সদর উপজলোর চাঁদনীঘাট ইউনিয়নের ইসলামপুরে কুলাউড়া-মৌলভীবাজার সড়কে ট্রাকের চাপায় মুহিদ মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়ছে।
আজ রোববার বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুহিদ মিয়া কমলগঞ্জ উপজলোর রহিমপুর ইউনিয়নের বরচেগ গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।
মৌলভীবাজার মডলে থানার সহকারী উপ-পরর্দিশক (এএসআই) নাজমা বেগম জানান, মৌলভীবাজারগামী একটি ট্রাক ইসলামপুরে একটি মোটরসাইকেলকে চাপা দয়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মুহিদ মিয়ার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তরে জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।