মাগুরা ট্রাকচাপায় দুই যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০১৫, ৬:৫৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মাগুরা সদর উপজেলায় ট্রাকচাপায় সাইকেলারোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার ছাচানী এলাকায় মাগুরা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছাচানী গ্রামের আব্দুর রহিমের ছেলে জাকারিয়া (১৮) ও ছলেমান মিয়ার ছেলে ছামিরুল (১৮)।
স্থানীয় হাজরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, জাকারিয়া ও ছামিরুল সকাল সাড়ে ৮টার দিকে ব্যবসায়িক কাজে বাড়ি থেকে সাইকেলে ঝিনাইদহের হাটগোপালপুর যাচ্ছিল। ছাচানী এলাকায় হাইওয়ে সড়কে উঠতে গেলে দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ছলেমানের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ছামিরুলকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ৯টার দিকে সে মারা যায়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) নিকুঞ্জ কুমার ট্রাকচাপায় প্রাণহানীর ঘটনা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি চিহ্নিত করে চালককে আটক করার চেষ্টা চলাচ্ছে।