ফেনিতে ৭ লাখ পিস ইয়াবাসহ পুলিশের এএসআই আটক
প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০১৫, ৮:৫৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ফেনী সদর উপজেলার লালপোলে মহাসড়কে একটি শিশুকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেট কার আটকের পর সেখান থেকে ৬ লাখ ৮০ হাজার ইয়াবা ও পুলিশের এএসআইসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আটককৃত ২ ব্যক্তি- পুলিশের বিশেষ শাখার (এসবি) এএসআই মাহফুজুর রহমান (৩৫)। তিনি ঢাকায় এসবির এএসআই হিসেবে কর্মরত। তার বাড়ি কুমিল্লায়। গাড়িচালক আলী জাবেদকে (২৯)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক সোহেল মাহমুদ বলেন, লালপোল এলাকায় একটি ছোট বাচ্চাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাবার পথে প্রাইভেট কারটি আটক করা হয়েছে।
র্যাব সদস্যরা তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ সাত লক্ষ টাকা, চারটি মোবাইল সেট, বিভিন্ন ব্যাংকের আটটি ক্রেডিট কার্ড এবং মাদকের টাকার হিসাবসম্বলিত তিনটি নোট বুক উদ্ধার করেন।
সোহেল মাহমুদ আরও জানান, ২০১১ সাল থেকে দুই বছর মাহফুজুর কক্সবাজারের টেকনাফে কর্মরত ছিলেন। সেসময় তার সঙ্গে ইয়াবা ব্যবসায়ীদের সখ্য গড়ে উঠে। এরপর থেকে সে পুরোদস্তুর ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে।
তার গাড়ি থেকে আটক ইয়াবার বিষয়ে মাহফুজুর জানায়, কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের এএসআই মো. বেলাল এবং চট্টগ্রামের কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো.আশিক তাকে ইয়াবাগুলো ঢাকায় পৌঁছে দেয়ার জন্য বলেছিল।
ঢাকায় তার কাছ থেকে ইয়াবাগুলো হাইকোর্টের মুহুরী মো. মোতালেব, অ্যাডভোকেট জাকির হোসেন নামে এক আইনজীবী, এসবি’র আরেক কনস্টেবল শাহীন, কাশেম, গিয়াসদের বুঝে নেয়ার কথা।