রাজনগর উপজেলা পরিষদের বাজেট ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৫, ৫:১৮ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদের ২০১৫-২০১৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ১৭ জুন বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আছকির খানের সভাপতিত্বে এই বাজেট উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না।
বাজেটে উন্নয়ন খাত থেকে প্রাপ্তি ধরা হয়েছে ১ কোটি ৭৯ লাখ ৫২ হাজার টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে ৮১ লাখ ৩৫ হাজার ৭শ টাকা। ব্যয়ের হিসাবে রাজস্ব খাতে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে ৭৮ লাখ ৩০ হাজার ৭’শ টাকা। উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৫২ লাখ টাকা।
বাজেট পেশকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, ওসি শামছুদ্দোহা পিপিএম, অধ্যক্ষ জিলাল উদ্দীন, অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, ইউপি চেয়ারম্যান দেওয়ান খায়রুল মজিদ সালেক, জিতু মিয়া প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।