রাজনগরে পূর্ব বিরোধের জের ধরে দোকানে অগ্নিসংযোগ
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৫, ৪:৪৯ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার বানারাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দোকানের ফ্রিজ ও টিভিসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। লুট হয়েছে নগদ ৪৫ হাজার টাকা।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের বানারাঐ গ্রামের মাষ্টার ভেরাইটিজ স্টোরে এ ঘটনা ঘটে।
দোকান মালিক সূত্রে জানাযায়, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার পশ্চিমভাগ গ্রামের আনা মিয়ার ছেলে তুল্লু মিয়ার সাথে একই উপজেলার বানারাই গ্রামের মহিম উল্ল্যার ছেলে সানুর মিয়ার পূর্ব বিরোধের জের ধরে ঝগড়া হয়। এক পর্যায়ে সানুর মিয়া দেশিয় অস্ত্র নিয়ে হামলা করতে গেলে তুল্লু মিয়া পার্শ্ববর্তী মাষ্টার ভেরাইটিজ স্টোরে আশ্রয় নেয়। এসময় সানুর মিয়া দোকানে আশ্রয় দেয়া তুল্লু মিয়াকে দোকান থেকে বের করে দিতে দোকান মালিক জাহাঙ্গীর আলম সুমনের উপর চাপ সৃষ্টি করে। কিন্তু তুল্লু মিয়া দোকান থেকে বের না হওয়ায় সানুর সেখান থেকে চলে যায়। এ ঘটনার জের ধরে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ক্ষুব্ধ সানুর মিয়া ও সহযোগীরা দোকান কর্মচারীকে বের করে দিয়ে দোকানে রাখা বিক্রিযোগ্য কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে দোকানের ফ্রিজ, টিভি সহ ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে যায়। ক্যাশ বাক্স থেকে নগদ ৪৫ হাজার টাকা লুট হয়।
দোকান মালিক জাহাঙ্গীর আলম সুমন জানান, মঙ্গলবার রাতে সানুর মিয়া দেশিয় অস্ত্র নিয়ে তুল্লু মিয়াকে ধাওয়া দিলে সে আমার দোকানে আশ্রয় নেয়। তুল্লুকে দোকান থেকে বের করে দিতে সানুর আমার উপর চাপ সৃষ্টি করে। কিন্তু সে অস্ত্র দেখে ভয়ে দোকান থেকে বের না হলে ক্ষুব্ধ সানুর চলে যায়। পরে সকালে আমার কর্মচারীকে দোকান থেকে বের করে দিয়ে দোকানে থাকা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে আমার ফ্রিজ, টিভি সহ ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। ক্যাশ বাক্সে রাখা নগদ ৪৫ হাজার টাকাও লুট হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় পাঁচগাঁও ইউপি চেয়ারম্যান মিহির কান্তি দাশ মঞ্জু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।