যুক্তরাষ্ট্রে গির্জায় গুলি করে যাজকসহ নয়জনকে হত্যা
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৫, ১১:১১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা রাজ্যের চার্লসটনের একটি আফ্রো-আমেরিকান গির্জায় গুলি করে নয়জনকে হত্যা করেছেন এক শ্বেতাঙ্গ বন্দুকধারী।
পুলিশ প্রধান গ্রেগরি মুলেন জানান, এ ঘটনায় আহত অপর একজনকে হাসপাতালে নেয়া হয়েছে।
এক সংবাদ সম্মেলনে মুলেন জানিয়েছেন, গির্জার ভিতরে গুলিবিদ্ধ আটজনকে মৃত অবস্থায় পাওয়া যায়, হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান।
পুলিশের জানিয়েছে, বন্দুকধারী পলাতক তবে তার খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। সন্দেহভাজন বন্দুকধারী জিন্সের প্যান্ট, মাথায় টুপিওয়ালা ফ্লানেলের শার্ট ও বুট জুতা পরিহিত ২১ বছর বয়সী এক শ্বেতাঙ্গ তরুণ।
চার্লসটন পুলিশ দপ্তরের মুখপাত্র চার্লস ফ্রান্সিস জানিয়েছেন, রাত ৯টার দিকে ইমানুয়েল এএমই গির্জায় গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে।
১৮৯১ সালে নির্মিত ইমানুয়েল গির্জাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়।
নিহতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। তবে নিউ ইয়র্কভিত্তিক নাগরিক অধিকার নেতা রেভারেন্ড আল শার্পটন এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, নিহতদের মধ্যে গির্জার যাজক রেভারেন্ড ক্লিমেন্তা পিঙ্কনে ও রাজ্য সিনেটের একজন সদস্য রয়েছেন।
ঘটনার পর ব্যাকপ্যাক ও ক্যামেরা হাতে থাকা এক ব্যক্তিকে নিজেদের হেফাজতে নিয়ে যায় পুলিশ। পরে জানায় তারা এখনো গুলিবর্ষণকারী সন্দেহভাজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
বৃহস্পতিবার সকালে চার্লসটনে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশের আসার কথা ছিল। গির্জায় হামলার ঘটনার পর তিনি অনুষ্ঠান বাতিল করেছেন।