বড়লেখায় সমবায় সমিতির লাভ্যাংশ সদস্যদের মাঝে বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৫, ৯:৫৯ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউপি’র সুজানগর সমবায় সমিতির ৫ম বর্ষপূর্তি উপলক্ষে সমিতির লাভ্যাংশ সদস্যদের মাঝে বিতরণ করা হয়েছে। লভ্যাংশের ৫ লক্ষ ৩০ হাজার টাকা সমিতির ১০০ জন সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
আজ ১৮ জুন বৃহস্পতিবার সকালে উত্তর সুজানগরস্থ মাজুম উল্লাহ্ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠানে সমিতির সভাপতি জাকির হোসেনর সভাপতিত্বে ও সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা সমবায় কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী প্রমুখ।