বড়লেখায় শিক্ষিকা হত্যা মামলার মূল আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০১৫, ৫:০৫ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় স্কুলের শিক্ষিকা মিনতি মুন্ডা খুনের ঘটনার মূল আসামি আবু রিকমন (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ তাকে জুড়ী উপজেলার ধামাই চা বাগানের নলডরি এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে।
বুধবার বিকেলের দিকে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেনের আদালতে রিকমন মিনতি মুন্ডা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রেমে ব্যর্থ হয়ে সে মিনতিকে খুন করেছে বলে আদালতে জানায়। জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, রিকমন বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যার দায় স্বীকার ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।