শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০১৫, ৭:০৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় ১ নারী নিহত হয়েছেন। এঘটনায় ১ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে।
তানিয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আনন্দপুরের বাসিন্দা আব্দুল হাসিমের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকার জনৈক জুয়েল মিয়া (৩০) তানিয়াকে নিয়ে মোটরসাইকেল শাহজিবাজার যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে একটি গাড়ি তাদের ধাক্কা দিলে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তানিয়া মারা যায়।
স্থানীয়রা উদ্ধার করে আহত জুয়েলকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। পরে আশংকাজন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।