মাহে রমজানকে স্বাগত জানিয়ে মৌলভীবাজারে তালামীযের মিছিল
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০১৫, ১২:৫৭ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারে রমজানকে স্বাগত জানিয়ে তালামীযের উদ্যোগে মিছির বের হয়েছে। আজ বুধবার বিকেল ৬টার দিকে চৌমোহনা দেওয়ানি মসজিদ প্রাঙ্গন থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুসুমবাগ মোড়ে পথসভায় মিলিত হয়।
শহর শাখার সভাপতি মাহমুদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু জাফর রিপনের সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শহর আল ইসলাহ’র সভাপতি মাও. সৈয়দ ইউনুস আলী, জেলা তালামীযের সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কামরান প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাফিয আলাউর রহমান টিপু, শহর আল ইসলাহ’র সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক এমএ রাজ্জাক,তালামীযের সাবেক জেলা সভাপতি এমএ গফফার, তালামীযের সাবেক জেলা সভাপতি শফিকুল আলম সোহেল, জেলা তালামীয’র সাংগঠনিক সম্পাদক মুছলেহ উদ্দিন সাইফুল্লাহ, প্রচার সম্পাদক যোবায়ের আহমেদ রাজু, সদর উপজেলা সভাপতি রাজন আহমদ প্রমুখ।
পথসভায় বক্তারা দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, রমজানের পবিত্রতা রক্ষা, প্রত্যেক মুসলমানকে সংযমী হতে আহ্বান জানান।