যুক্তরাষ্ট্রে ফ্ল্যাটের পাঁচতলার বারান্দা ধসে নিহত ৬
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০১৫, ৭:১৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের বার্কলেতে একটি ফ্ল্যাটবাড়ির পাঁচতলার বারান্দা ধসে ছয়জন নিহত হয়েছেন।
মঙ্গলবারের (স্থানীয় সময়) এ ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজন আইরিশ শিক্ষার্থী ও অপর এক তরুণী রয়েছেন। খবর বিবিসি।
কর্তৃপক্ষ জানিয়েছে আহত আরও সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এক শিক্ষার্থীর ২১তম জন্মদিন উপলক্ষে ওই পাঁচতলায় একটি পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টি চলার সময় রাত ১টার একটু আগে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পাঁচজনের বয়স ২১ বছর ও অপরজনের ২২।
দুর্ঘটনার সময় ১০ ফুট বাই পাঁচ ফুটের বারান্দাটিতে ১৩ জন তরুণ-তরুণী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বারান্দাটি ধসে নিচের তলার বারান্দার ওপর গিয়ে পড়ে। ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেওয়ার পর আরো দুজন মারা যান।
ধসে পড়ায় কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে দুর্ঘটনার পেছনে অপরাধজনিত কারণের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন বার্কলির পুলিশ প্রধান।
এ ঘটনায় বার্কলেজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাস্থলে নিহতদের ছবি টানিয়ে নিচে ফুল দিয়ে শোক জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা ও নিহতদের বন্ধুরা।
বার্কলের মেয়র টম ব্যাটেস ঘটনাটিকে ‘মর্মান্তিক’ বলে বর্ণনা করেছেন।