বড়লেখায় স্কুল শিক্ষিকা খুন
প্রকাশিত হয়েছে : ১৭ জুন ২০১৫, ৫:৫৫ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের বড়লেখায় চা বাগানের এক স্কুল শিক্ষিকা খুন হয়েছেন। মঙ্গলবার আবু রিকমন (১৮) নামক চা শ্রমিক গলায় ছুরি পুচিয়ে নিউ সমনবাগ চা বাগানের ১৪ নম্বরের ব্র্যাক প্রি-প্রাইমারী স্কুলের শিক্ষিকা মিনতি মুন্ডাকে খুন করে।
মিনতি মুন্ডা (১৯) বাগানের টিলার শ্রী প্রসাদ মুন্ডার মেয়ে। সে শিক্ষকতার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাচ্ছিল এবং এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।
আবু রিকমন একই বাগানের রিকমন টিলার ভিম রিকমনের ছেলে। সে বর্তমানে পলাতক রয়েছে।
স্থানীয়সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে স্কুল ছুটি দিয়ে প্রতিদিনের মত স্কুল শিক্ষিকা মিনতি মুন্ডা বাড়ি ফিরছিল। স্কুলের আনুমানিক ১শ মিটার অদুরে আবু রিকমন নামক চা শ্রমিক তার গতিরোধ করে গলায় ছুরি পুচিয়ে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মিনতি মুন্ডাকে খুন করে পালিয়ে যায়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ব্র্যাক স্কুল শিক্ষিকা মিনতি মুন্ডা খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেছে।