সুনামগঞ্জে পুকুরে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৫, ৫:৫৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পুকুরে ডুবে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টায় তাহিরপুর উপজেলার লাউড়েরগড় দশঘর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলো- দশঘর গ্রামের আজহার আজহার উদ্দিন ছেলে আমিন (১০), শামিম (৮) ও আল-আমিন (৭)। আমিন ও শামিম লাউড়েরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বাড়ির সামনের পুকুরের পানিতে খেলনা নৌকা নিয়ে খেলা করছিল ওই তিন সহোদর। নৌকাটি তীর থেকে কিছুটা দূরে চলে গেলে সবার ছোট আল-আমিন পানিতে ঝাপ দেয়।সে পুকুরের পানিতে ডুবে গেলে তাকে উদ্ধারের জন্য পর্যায়ক্রমে ওপর দুই ভাই পানিতে ঝাপ দিয়ে ডুবে যায়। প্রায় আধাঘণ্টা পর বিষয়টি জানাজানি হলে স্বজনরা এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।