শুরু হচ্ছে ওসমানীনগর উপজেলার প্রশাসনিক কার্যক্রম
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০১৫, ৬:২২ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
নবঘোষিত সিলেটের ওসমানীনগর উপজেলার কার্যক্রম শুরু হচ্ছে। প্রশাসনিক কার্যক্রম শুরুর লক্ষ্যে ওসমানীনগর থানা ভবনের সামনে অফিস ভাড়া নিয়েছে জেলা প্রশাসন।
গতকাল ১৫ জুন সোমবার ভাড়াকৃত ভবনের কার্যালয় পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম।
পরির্দশন শেষে তাজপুর ডাকবাংলোয় এক আলোচনা সভায় জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, দাপ্তরিক কার্যক্রম চালানোর জন্য কার্যালয় ভাড়া নেওয়া হয়েছে। এবার একজন ইউএনও নিয়োগ দিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করা হবে।
এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দাল মিয়া, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান, ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ।প্রমুখ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় ওসমানীনগরকে উপজেলা হিসেবে ঘোষণা করেন ।