নবীগঞ্জে ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে একই পরিবারের ৪জনসহ নিহত ৫
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৫, ৪:৫৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক সেনা সদস্যসহ তার পরিবারের চারজন এবং চালকের মৃত্যু হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ওসি নূরন্নবী সরকার জানান, সোমবার ভোর ৫টার দিকে উপজেলার সদরঘাট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে।
নিহতরা হলেন- সেনা সদস্য আব্দুল কাদির (৩৫), তার বাবা আব্দুল হামিদ (৭০), সেনা সদস্য আব্দুল কাদিরের মা (৫০) ও কাদিরের মেয়ে শারমিন আক্তার (১৪) এবং প্রাইভেট কারের চালক শাহ আলম (৩২)।
হামিদের মায়ের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি নূরন্নবী আরও জানান, হামিদদের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং মোহাম্মদপুর গ্রামে। আর শাহ আলমের বাড়ি সিলেটের জৈন্তাপুর এলাকায়। হামিদ মালিতে জাতিসংঘ শান্তি মিশন থেকে গত মাসে দেশে ফেরেন। নরসিংদীতে এক আত্মীয়র বাসা থেকে রাতে গোয়াইনঘাটে ফিরছিলেন তারা।
তাদের গাড়ি সদরঘাট এলাকায় পৌঁছানোর পর সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের লাশ উদ্ধার করে মহাসড়ক পুলিশ ফাঁড়িতে রাখা হয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুর্ঘটনাকবলিত বাহনগুলো সরিয়ে নেয় বলে জানান ওসি।