অ্যাবাকাস’র শিক্ষক আদনান রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০১৫, ৭:৫৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারে কম্পিউটার ও ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান অ্যাবাকাস’র শিক্ষক আদনান রহমানের স্থায়ীভাবে প্রবাস গমন উপলক্ষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সাপ্তাহিক পূর্বদিক এর সম্পাদক মুজাহিদ আহমদ এর সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী আব্দুল বারীর পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সৈয়দ শাহ মোস্তফা ডিগ্রি কলেজের প্রভাষক তাসলিমা আক্তার। বিদায়ী অতিথির বক্তব্য রাখেন, আদনান রহমান।
এছাড়া প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পক্ষ থেকে কাওসার আহমেদ ও মো. জাহিদ কাজী বক্তব্য দেন। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন ছাত্রী তানজিনা মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে তাসলিমা আক্তার বলেন, শিক্ষকের বিদায় প্রতিষ্ঠান থেকে হলেও ছাত্র-ছাত্রী ও সহকর্মীদের হৃদয়ে তার অবস্থান থাকবে দীর্ঘদিন।
সভাপতির বক্তব্যে মুজাহিদ আহমদ বলেন, এ শিক্ষা গুরুর সদাচরন, শাসন, স্নেহ-মমতা ছাত্রেরকাছে চিরদিন দৃষ্টান্ত হয়ে থাকে। শিক্ষক সবসময়ই একজন বহুগুণের অধিকারী ব্যক্তিত্ব। তাঁর বিদায়ে সৃষ্ট শূন্যতা প্রতিষ্ঠানের ছাত্র, সহকর্মীদের অনেকদিন ব্যথিত করবে।
সভা শেষে বিদায়ী শিক্ষকের হাতে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়।