জুড়ীতে নব-নির্মিত কালভার্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০১৫, ৭:২৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ১২ জুন শুক্রবার বিকেলে পশ্চিম বড়ধামাই খালের উপর ২৩ লক্ষ টাকা ব্যয়ে নব-নির্মিত ৩৩ ফুট বক্স কালভার্টের উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মো. শাহাব উদ্দিন এমপি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. বদরুল হোসেন, জুড়ী থানা অফিসার ইনচার্জ হামিদুর রহমান সিদ্দিকী, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান মো. সালেহ উদ্দিন আহমদ, পিআইও শিমুল আলী প্রমুখ।