দক্ষিণ সুরমায় হেরোইন উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০১৫, ৭:০০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ধরাধরপুর গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০০ পুরিয়া হেরোইন উদ্ধার করেছে র্যাব। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
১২ জুন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ সুরমা থানাধীন ধরাধরপুর এলাকার ১নং রোডের গেইটের সামনে সিলেট-ঢাকা মহাসড়কের উপর থেকে পলিথিন ব্যাগে কাগজে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৩০০ (তিনশত) পুরিয়া হেরোইন উদ্ধার করে র্যাব-৯ সিলেট, সিপিসি-১, (সিলেট ক্যাম্প)।