চট্টগ্রামে ট্রাকচাপায় ২ কলেজ ছাত্র নিহত
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০১৫, ৬:৩০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
চট্টগ্রামের পাহাড়তলীর সিটি গেট এলাকায় ট্রাকচাপায় ২ কলেজ ছাত্র নিহত হয়েছেন। দুই কলেজ ছাত্র নিহত হওয়ার পর চট্টগ্রাম নগরীর প্রবেশমুখ সিটি গেইটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।
শনিবার সকাল ১০টার দিকে পাহাড়তলীর আকবর শাহ থানা এলাকার সিটি গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত শামীম ও ওয়াহেদ স্থানীয় মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাস জানান, “সকালে শামীম ও ওয়াহেদ সিটি গেইট সড়কের রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দেয়।”
শামীম ও ওয়াহেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।