নেপালে ভূমিধসে ২৮ জনের প্রাণহানী
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০১৫, ৬:৪১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনায় নেপালে অন্তত ২৮ জনের প্রাণহানী হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল বুধবার রাতে অবিরাম বৃষ্টির কারণে দেশটির তাপলেজুং জেলায় ছয়টি পৃথক স্থানে ভূমিধসের ঘটনাগুলো এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
ভূমিধসের কারণে আক্রান্ত এলাকাগুলোয় বেশ কয়েকটি বাড়িও বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
প্রধান জেলা কর্মকর্তা সুরেন্দ্র ভাট্টরাই আজ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জাানান, স্থানীয় নদী-নালায় পানি উপচে দ্রুত এর উচ্চতা বাড়ছে বলে উদ্ধার তৎপরতা ও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা ব্যহত হচ্ছে।
আহতদের উদ্ধারে আক্রান্ত এলাকাগুলোয় হেলিকপ্টার পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
তাপলেজুং ডেপুটি পুলিশ সুপার শান্তি রাজ কৈরালা জানিয়েছেন, ঘটনাস্থলের উদ্দেশে পুলিশের একটি দল রওনা হয়েছে।