১৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ কাজ
কুলাউড়ায় বিদ্যালয়ের টয়লেট রুমে চলছে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০১৫, ৯:৩৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুরের শাহসুন্দর উচ্চ বিদ্যালয়ের ৫ ফুট প্রশস্ত টয়লেট রুমেই ৪ বছর ধরে চলছে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা কার্যক্রম। ২০০০ সালে ৫ শতক জমির উপর কুলাউড়ার সদর ইউনিয়নের সৈয়দপুরে কমিউনিটি ক্লিনিক ভবনের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। কিন্তু ১৫ বছরেও নির্মাণ কাজ শেষ হয়নি।
সরজমিনে দেখা যায়, দীর্ঘদিনেও ক্লিনিক ভবনের নির্মাণ কাজ শেষ না হওয়ায় প্রাথমিকভাবে বিদ্যালয়ের টয়লেট রুমের নোংরা পরিবেশের মধ্যেই স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে। একইসাথে চলছে শিক্ষক-শিক্ষার্থীদের টয়লেটের সার্বজনীন ব্যবহার।
কমিউনিটি ক্লিনিকের হেল্থ প্রোভাইডার (সিএইচসিপি) মো. আমিনুল ইসলাম জানান, বিদ্যালয়ের টয়লেটের রুমে বসে ২০১১ সালে অক্টোবর থেকে প্রায় ৪ বছর ধরে চালিয়ে যাচ্ছেন ক্লিনিকের কার্যক্রম। ছোট এ ঘরে বসে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা কার্যক্রম চালাতে বীভৎস পরিস্থিতিতে পড়তে হয়।
তিনি আরও জানান, বিষয়টি তিনি কর্তৃপক্ষকে বারবার অবহিত করলেও কার্যত কোনো ফল হয়নি। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে ক্লিনিকের ভবন পুনঃনির্মাণের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মাধ্যমে আরসিএইচসিআইবি প্রকল্পের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালকের বরাবরে লিখিত আবেদন করার পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যকেও অবহিত করেছেন।
কমিউনিটি ক্লিনিকটির এডহক কমিটির সদস্য ও স্থানীয়বাসিন্দা মো. আফরোজ আলী ক্ষোভের সাথে বলেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার পরও নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
এ প্রসঙ্গে শাহ্সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাইয়ূম জানান, এলাকাবাসীর স্বার্থে ক্লিনিকের কার্যক্রম যাতে বন্ধ না হয় সেজন্য কর্তৃপক্ষ তিন মাসের জন্য অস্থায়ীভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দেন। কিন্তু ৪ বছরেও ক্লিনিকের ভবনের কাজ শেষ না হওয়ায় বিদ্যালয়ের ভেতর একইসঙ্গে শিক্ষা ও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যেতে হিমশিম খেতে হয়।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহজাহান কবির চৌধুরী জানান, ক্লিনিকের সংস্কারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।