পাহাড়ি ঢলে গোয়াইনঘাটে বন্যা
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০১৫, ৯:০০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মঙ্গলবার সন্ধ্যা থেকে অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে পড়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলা। পানিবন্দি হয়ে পড়েছেন উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ। উপজেলার প্রায় সড়ক সড়ক ডুবে যাওয়ায় বিপর্যস্ত পড়েছে যোগাযোগ ব্যবস্থা।
টানা বৃষ্টির কারণে আশঙ্কজনভাবে বেড়ে চলছে উপজেলার ভেতর দিয়ে প্রবাহমান সারি গোয়াইন নদীর পানি।
গোয়াইন উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে পূর্ব জাফলং, আলীর গাও, রুস্তুমপুর, লেংগুরা, তায়োকুল, ডৌবাড়ি ইউনিয়ন ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাফলং চা বাগানসহ আশপাশের আরো কয়েকটি চা বাগানের অনেকাংশই প্লাবিত হয়ে পড়েছে। বন্ধ রয়েছে উৎপাদন।
রাস্তাঘাট ডুবে যাওয়ায় স্কুল শিক্ষার্থীদের সাঁতরে, কলার ভেলা দিয়ে পরীক্ষা দিতে স্কুলে যেতে হচ্ছে। ঢলের কারণে ঝুকিঁর মধ্যে পড়েছে জাফলংয়ে আসা পর্যটকরা।
উপজলে নির্বাহী কর্মকর্তা সালাউদ্দিন আহমদ জানান, বন্যা পরিস্থিতি সরজেমিতে দেখতে তিনি বের হয়েছেন। বন্যার্তদের সাহায্যার্থে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিচ্ছে।