সাতক্ষীরায় বজ্রপাতে চারজন নিহত
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০১৫, ৭:৩৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বজ্রপাতে চারজনের প্রাণহানী হয়েছে। এ ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন ।
আজ ১০ জুন বুধবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের পাতড়াখোলা গ্রামের আমজাদ আলির স্ত্রী সাজেদা বেগম সাজু (৩৫), একই ইউনিয়নের তারানিপুর গ্রামের আবদুল হামিদ (৪৫), কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামের রিয়াদ গাজী (৭০) ও সোরা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী নুরুন্নাহার (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে এ উপজেলায় বজ্রসহ বৃষ্টি হচ্ছিল। এসময় বজ্রপাত হলে ওই চারজন মারা যান। এতে আহত হন গোপালপুর গ্রামের সুবল বিশ্বাস ও তার স্ত্রী শিখা বিশ্বাসসহ সাতজন। আহতদের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।