রাজন সভাপতি, জাহিদ সাধারণ সম্পাদক
মৌলভীবাজার সদর উপজেলা তালামীযের কাউন্সিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৯ জুন ২০১৫, ৫:৩৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার ২০১৫-২০১৬ মেয়াদের কাউন্সিল সম্পন্ন হয়েছে। গতকাল ৭ জুন রবিবার সকাল ১১টায় শহরের শাহ মোস্তফা সড়কস্থ সংগঠনের জেলা কার্যালয়ে কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা সভাপতি জায়েদ আহমদ চৌধুরী, সহকারি নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন আহমদ কামরান।
কাউন্সিলে রাজন আহমদকে সভাপতি, জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মুজিব আযহারকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিলে অন্যান্যের মধ্যে উপস্থিত জেলা তালামীযের সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন সাইফুল্লাহ, প্রচার সম্পাদক জুবায়ের আহমদ রাজু, সদর উপজেলা তালামীযের সাবেক সহ সভাপতি ঢাকা মহানগরীর সহ সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।