সিলেটে মুহিবুর হত্যা মামলায় যুবক গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৯ জুন ২০১৫, ৬:৩১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটে প্রবাসীর বাসার তত্ত্বাবধায়ক মুহিবুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউছার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
কাউছার নগরীর বাগবাড়ি ৪৩ নং ভার্তখলা এলাকার আব্দুস শহীদের ছেলে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার মুহিবুরের ছেলে সাইদুর রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং ৫ থেকে ৬ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে কোতোয়ালি থানায় মামলাটি [মামলা নম্বর-৮(৫)১৫] দায়ের করেন।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সিলেট নগরীর বাগবাড়ী এলাকার বাসিন্দা মুহিবুর রহমান এবং আলা উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে রবিবার রাত পৌনে ৮টার দিকে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় দু’পক্ষের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৬ জন আহত হয়েছে। এর মধ্যে মুহিবুর রহমানসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছিলেন। সংঘর্ষে গুলিবিদ্ধ মুহিবুর রহমানকে (৫০) রোববার রাতে সিলেট থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।