ভারতের ঝাড়খণ্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২ মাওবাদী নিহত
প্রকাশিত হয়েছে : ৯ জুন ২০১৫, ৮:০৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ভারতের পূর্বঞ্চলীয় ঝাড়খণ্ডে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ মাওবাদী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
আজ ৯ জুন মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের পালামু জেলায় এ ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম জানায়, সাতবারোয়া পুলিশ স্টেশনের পাশ দিয়ে গাড়িতে চড়ে মাওবাদীরা যাবে, এমন সংবাদের ভিত্তিতে পুলিশ আগেই ওৎ পেতে থাকে। মাওবাদীরা ওই এলাকায় পৌঁছে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে পালাতে গিয়ে ১২ মাওবাদী নিহত হন।
ঘটনার পর ওই এলাকা থেকে একে৪৭ সহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
গত ৪ জুন ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সেনাবাহিনীর গাড়িবহরে হামলা চালায় আঞ্চলিক বিদ্রোহী সংগঠন ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন) ও ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)। এতে ২০ সৈন্য নিহত ও আহত হন আরো ডজনখানেক সৈন্য।