কমলগঞ্জে মতবিনিময় ও শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ৯ জুন ২০১৫, ৫:০৫ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল চারটায় অফিসার্স ক্লাবের আয়োজনে নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ মতবিনিময় সভা ও মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
কমলগঞ্জ অফিসার্স ক্লাবের সম্পাদক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। শিক্ষার গুনগত মান উন্নয়নে সমস্যা, সমস্যার সমাধানকল্পে ভবিষ্যতে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলী আছগর মিয়া, অধ্যক্ষ কারুজ্জামান মিঞা, অধ্যক্ষ হেলাল উদ্দীন, প্রভাষক হারুন-অর রশীদ ভূঁইয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া, কৃষি কর্মকর্তা মো. শামছুদ্দীন আহমদ, প্রধান শিক্ষক আব্দুল আজিজ, প্রধান শিক্ষক হুমায়ূন কবীর প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে সেই শিক্ষকদের দেখতে চাই, যে হবে সমাজের আদর্শ। শক্তি নয় ভালবাসা দিয়ে জয় করতে হবে। জয় করতে হবে হৃদয় দিয়ে।