মাধবপুরে অস্ত্রসহ দুধর্র্ষ ২ ডাকাত গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৭ জুন ২০১৫, ১১:৪০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
হবিগঞ্জের মাধবপুরে জনতার সহাতায় পুলিশ অস্ত্রসহ দুধর্র্ষ ২ ডাকাতকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলা বুলা ইউনিয়নের উত্তর বরগের আব্দুল আউয়ালের ছেলে এনামুল ও বানেশ্বর গ্রামের রফিছ মিয়ার ছেলে কাদের। তাদের আজ ৭ জুন রোববার সকালে আদালতের মাধ্যমে পাঠান হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে আন্দিউড়া-বুল্লা সড়কের বড়ই গাছতলা নামক স্থানে বানেশ্বর গ্রামের প্রকৌশলী জিয়াউর রহমান চৌধুরী কাইয়ুম ও তার এক আত্মীয় ডাকাত দলের কবলে পড়ে। এ সময় ডাকাতরা মোবাইল ফোন ও নগদ অর্থ লুট নেয়।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকা বানেশ্বর গ্রামের লোকজনের সহযোগিতায় ডাকাত এনামুলকে আটক করে পুলিশে খবর দিলে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সামস ই তাব্রিজ ঘটনাস্থলকে গিয়ে এনামুলকে গ্রেফতার করে।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, শনিবার বানেশ্বর বড়ই গাছতলা নামক স্থানে ২০/২৫ জন ডাকাতদল আবার ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাদেরকে আটক করতে সক্ষম হয়। ওই দিন রাতে এনামুল ও কাদেরের দেয়া তথ্যের ভিত্তিতে মাধবপুর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে ডাকাতদের লুকিয়ে রাখা ১টি পাইপ গান, ১টি ছোরা, ২টি রামদা, ১টি কুড়াল, ১টি গাছ কাটার কড়াত উদ্ধার করে।
এ ঘটনায় এসআই মমিনুল ইসলাম বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মনির হোসেন জানান, গ্রেফতারকৃত ডাকাতদের দেয়া তথ্য অনুযায়ী বাকি ডাকাতদের গ্রেফতার করতে পুলিশ সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।