কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রকাশিত হয়েছে : ৭ জুন ২০১৫, ৬:৩৫ পূর্বাহ্ণ
বড়লেখা প্রতিনিধি ::
ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুলাউড়া-শাহবাজপুর ব্রডগেজ রেললাইনের সংস্কার কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন। ফলে দীর্ঘ প্রায় ১৩ বছর পর কুলাউড়া-শাহবাজপুর রেল লাইন চালু হচ্ছে। এ সংবাদে বড়লেখা, কুলাউড়া, জুড়ী ও বিয়ানীবাজার উপজেলার সাধারণ মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে।
এ বিষয়ে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও হুইপ শাহাব উদ্দিন এমপি জানান, কুলাউড়া-শাহবাজপুর ব্রডগেজ রেললাইন নির্মাণ কাজ ২০১৭ সালের জুন মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে।
বৃটিশ আমলে নির্মিত আসাম-বেঙ্গল রেলওয়ের অন্তর্ভুক্ত কুলাউড়া-শাহবাজপুর রেল লাইন ভারতের পূর্বাঞ্চল শিলচর পর্যন্ত বিস্তৃত ছিল। এ লাইনে চলাচলকারী ট্রেন যাত্রীসহ মালামাল বহন করত।
২০০২ সালে তৎকালীন সরকার লোকসানসহ নানা অজুহাতে ট্রেনটি বন্ধ করে দেয়। ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ পড়েন বিপাকে। পরবর্তীতে রক্ষনাবেক্ষণের অভাবে ৪২ কিলোমিটার দীর্ঘ প্রায় অর্ধ লাখ স্লিপারের মধ্যে প্রায় আশি শতাংশ চুরি ও অযত্ন অবহেলায় নষ্ট হয়ে যায়।
কুলাউড়া-শাহবাজপুর রেল লাইনে ঘনঘন ট্রেন দুর্ঘটনা, কাঠের স্লিপার, সেতুসহ অন্যান্য যন্ত্রাংশ নষ্ট হওয়ায় ২০০২ সালের ৭ জুলাই কর্তৃপক্ষ এ পথে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। সম্প্রতি একনেকের বৈঠকে এ লাইনের সংস্কারে ৬৭৮ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়।