সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৭ জুন ২০১৫, ৬:৫০ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের হরিপুর গ্রামে বজ্রপাতে আফজাল হোসেন(১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল ৬ জুন শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আফজাল উপজেলার সাচনা বাজার ইউনিয়নের রূপাবালি গ্রামের মো. আরিফ আলীর ছেলে ও সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর হাজী গণিবক্স উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আফজাল হরিপুর গ্রামের মাঠে ফুটবল খেলতে মাঠে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।