কমলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৬ জুন ২০১৫, ৫:৩৬ পূর্বাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
“শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের সম্মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন এম, মোসাদ্দেক আহমেদ মানিক।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, বনবিভাগ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।