রাজনগরে দশ দিন ধরে ১৪৪ ধারা বলবৎ
প্রকাশিত হয়েছে : ৬ জুন ২০১৫, ১১:২৯ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের করাদাইর নদে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে জারি করা ১৪৪ ধারা টানা দশ দিনের মতো বলবৎ রয়েছে। বিবদমান দুই পক্ষের মধ্যে এখনও কোনো সমাধানে পৌঁছতে পারেনি স্থানীয় প্রশাসন । এলাকায় বিরাজ করছে থমথমে উত্তেজনা।
পুলিশ, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ইউনিয়নের করাদাইর নদে মাছ ধরাকে কেন্দ্র করে কাশিমপুর এলাকার ইসলামপুর গ্রামের দুই পক্ষে উত্তেজনা বিরাজ করছিল। বড় রকমের সংঘর্ষ এড়াতে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ২৮ মে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন।
এ প্রসঙ্গে আজ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না বলেন, ১৪৪ ধারা বলবৎ থাকলেও শুধু নদ এলাকায় বিবদমান দুই পক্ষের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাধারণের চলাচলে নিষেধাজ্ঞা নেই।
তিনি আরও জানান সমস্যা সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্বক চেষ্টা করা হচ্ছে।