চীনে যাত্রীবাহী জাহাজ ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৯৬
প্রকাশিত হয়েছে : ৬ জুন ২০১৫, ৭:৪৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
চীনের ইয়াংজি নদীতে যাত্রীবাহী জাহাজ ‘ইস্টার্ন স্টার’ ডুবে যাওয়ার ঘটনায় এ পর্যন্ত ৩৯৬ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গত সোমবার রাতে যাত্রীবাহী জাহাজটি এক পাশে কাত হয়ে উল্টে যায়।
আজ শনিবার চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার ও এএফপির খবরে জানানো হয়, সকাল আটটার দিকে ৩৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ।
রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি গতকাল দিবাগত রাত আড়াইটা পর্যন্ত ১৫৪ জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে। সরকারিভাবে ঘোষণা দেওয়া হয়েছে, আরোহীদের আর কাউকে জীবিত উদ্ধারের আশা নেই। এর অর্থ, মৃতের সংখ্যা ৪৪০ জন ছাড়িয়ে যেতে পারে।
‘ইস্টার্ন স্টার’ পূর্ব চীনের নানজিং থেকে প্রায় এক হাজার ৫০০ কিলোমিটার দূরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চোংকিংয়ে যাওয়ার পথে সোমবার রাতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ২৫০ ফুট লম্বা নৌযানটিতে ঘটনার সময় ৪৫৬ জন আরোহী ছিলেন। এঁদের বেশির ভাগই ছিলেন ৬০ বছরের বেশি বয়স্ক পর্যটক। মাত্র ১৪ জন আরোহী জীবিত উদ্ধার হয়েছেন। বলা হচ্ছে, গত প্রায় ৭০ বছরের মধ্যে চীনে এটাই সবচেয়ে বড় নৌদুর্ঘটনা।
জাহাজটি ডুবে যাওয়ার পর কেবল এর মাস্তুলের অংশটিই দেখা যাচ্ছিল। গতকাল সকালে এটির নাম লেখা অংশটি পানির ওপরে ভাসিয়ে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। পরে চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রকাশ করা একটি ছবিতে নৌযানটিকে পুরোপুরি সোজা অবস্থায় দেখা গেছে। এর ছাদ একেবারে ভেঙেচুরে গেছে।
এর আগে বলা হয়েছিল, ঘটনার ৭২ ঘণ্টা পর যদি প্রাণের কোনো সংকেত আর না পাওয়া যায়, তাহলে উল্টে থাকা নৌযানটিকে সোজা করা হবে।
দি ইস্টার্ন স্টার এর বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
* ৭৬ মিটার দীর্ঘ, ২ হাজার ২শ টন ভার বহনে সক্ষম জাহাজটি চীনে ডংফেংঝিজিং নামে নামকরণ করা হয়
* ৪০৫ যাত্রীর সাথে ছিল পাঁচ পর্যটন সংস্থা কর্মচারী এবং ৪৬ জন ক্রু
* জাহাজ চংকিং পূর্ব শিপিং কর্পোরেশন মালিকানাধীন হয় এবং যাত্রী সাংহাই একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাদের ট্রিপ বুক ছিল
* ক্রুজ এপ্রিল নানজিং পূর্বাঞ্চলীয় শহর ছেড়ে তিন গিরিখাত মাধ্যমে দক্ষিণ-পশ্চিম চংকিং ভ্রমণ পথে ছিল* জাহাজটি অন্তত দেড় হাজার কিলোমিটারের একটি যাত্রায় ছিল।