একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু
প্রকাশিত হয়েছে : ৬ জুন ২০১৫, ৯:২৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলবে আগামী ২৬ জুলাই পর্যন্ত। গতবারের মতো এবারও শিক্ষার্থীদের মাধ্যমিকের ফলের ভিত্তিতেই কলেজে ভর্তি হতে হবে।
ভর্তির জন্য শিক্ষার্থীদের আজ ৬ জুন থেকে আগামী ১৮ জুন পর্যন্ত টেলিটকের এসএমএস এর মাধ্যমে ১৫০ টাকা জমা দিয়ে অনলাইনে আবেদন করতে হবে। এতে সর্বোচ্চ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ করতে পারবে শিক্ষার্থীরা। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনে খরচ হবে ১২০ টাকা। যারা ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছে, তাদের জন্য ২১ জুন পর্যন্ত ভর্তির সুযোগ থাকবে।
শিক্ষার্থীদের আবেদনের পর ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৫ জুন। বিলম্ব ফি ছাড়া ৩০ জুন পর্যন্ত ভর্তি হওয়া যাবে। আর বিলম্ব ফি দিয়ে ২৬ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা। এরপর আগামী ১ জুলাই থেকে শুরু হবে ক্লাস।