শ্রীমঙ্গলে বাস চাপায় মটর সাইকেল আরোহী নিহত
প্রকাশিত হয়েছে : ৫ জুন ২০১৫, ১১:১৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাস চাপায় এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ ৫ জুন শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে শ্রীমঙ্গল চৌমুহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারগামী একটি যাত্রীবাহী বাস চৌমুহনা এলাকায় এলে মিশন রোড থেকে আসা একটি মটর সাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মটর সাইকেল আরোহী শংকর তাতী নিহত হন।
নিহত শংকরের বাড়ি শ্রীমঙ্গলের রাজঘাট এলাকায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। এ ঘটনায় বাসটিকে আটক করেছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আব্দুল জলিল দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন।