১ হাজার পিস ইয়াবাসহ ইউপি সদস্য আটক
প্রকাশিত হয়েছে : ৩ জুন ২০১৫, ১১:৫৬ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মো. মহসিন আলী মনসুর (৩৫) কে এক হাজার ৮০ পিসি ইয়াবাসহ আটক করেছে র্যাব।
জানা যায়, মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর সাদিপুর ব্রিজের পাশে র্যাব-৯ এর একটি দল গাড়ি চেকিং ডিউটি পরিচালনার সময় একটি প্রাইভেট কারের এক যাত্রীর দেহ তল্লাশী করে এক হাজার ৪০ পিস ইয়াবা পায়। এ সময় প্রাইভেট কারসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার সদর উপজেলার সুমারাই গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে মো. মহসিন আলী মনসুর (৩৫) ও একই উপজেলার মুঝেপরাবাত গ্রামের অনিল করের ছেলে দীপংকর (৩১)।
ওসমানী নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরছালিন আহমদ জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুততি চলছে।