গোয়াইনঘাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২ জুন ২০১৫, ৬:৩৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। নিহতের কৃষকের নাম আব্দুল মালিক (৩৮)। তিনি উপজেলার জাতুগ্রামের আমীরদির পুত্র।
গতকাল সোমবার সকাল ৯টার দিকে উপজেলার জাতুগ্রাম হাওরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মালিক গতকাল সোমবার সকাল ৯টার দিকে কৃষি কাজে হাওরে যান। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাদ আসর স্থানীয় মাদ্রসা মাঠে জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফুল হক খোকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।