আদিবাসী কলেজ ছাত্রী ধর্ষণের প্রতিবাদে কুলাউড়ায় মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১ জুন ২০১৫, ৫:০৫ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
গারো আদিবাসী কলেজ ছাত্রী ধর্ষণ প্রতিবাদে বাংলাদেশ গারো ছাত্র সংসদ কুলাউড়া শাখার আয়োজনে মানববন্ধন, র্যালি ও প্রতিবাদ সভার আয়োজন করে। গতকাল ৩১ মে রোববার স্টেশন চৌমহনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সভাপতি তমাল আজিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবেল মফরেফেল পরিচালনায় একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন- কমিউনিস্ট পার্টির মৌলভীবাজার জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম, কমিউনিস্ট পার্টির কুলাউড়া উপজেলা সভাপতি প্রতাপ সিংহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক্য পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী গৌরা দে, আন্তঃপুঞ্জি সংগঠন কুবরাজ’র সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং, আইপিডিএস’র কুলাউড়া অফিসের ইনচার্জ অরীজেন খংলা, সমাজকর্মী মহিবুল ইসলাম আজাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সভাপতি মিখায়েল টেলেগু প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।